প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঋণ করে ঘি খাওয়ার জন্য ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছে না। ঋণ নিয়েছে জনকল্যাণে। এ নিয়ে হাতাশার কিছু নেই। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো আছে।
জনগণের উন্নয়নে সরকারের কাজ সহ্য করতে না পেরে একটা শ্রেণী তাদেরকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশ ও কনভেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, খাদ্য পণ্য ক্রয়, বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন বৃদ্ধি করাসহ সরকারের হাতে অনেক কাজ পড়ে আছে। এত উন্নয়নমূলক কাজ করতে হলে ব্যাংক থেকে ঋণ নিতেই হবে।
শেখ হাসিনা বলেন, সরকার ব্যাংক থেকে ঋণ নিলেও বেসরকারি বিনিয়োগকারীদের কোনো অসুবিধা হচ্ছে না। তাদের অবস্থা যে খারাপ, তা নয়। কিন্তু ব্যাংকাররা মাঝে মাঝে একেকটা সুর ওঠায়।
তিনি বলেন, ব্যাংকে গেলে বলা হয় টাকা নেই। তারল্য সঙ্কট। সরকারের পক্ষ থেকে ফোন করে জিজ্ঞেস করা হলে বলে না কোনো তারল্য সঙ্কট নেই।
এ ধরনের বিচিত্র অভিজ্ঞতা তার অতীতেও হয়েছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘সরকার ব্যাংক থেকে টাকা ধার করছে ‘ঋণ করে ঘি খাওয়া’র জন্য নয়। এসব টাকা দিয়ে জনগণের উন্নয়নে কাজ করা হচ্ছে। কাজেই জনগণের উন্নয়ন হলে তা থেকে উপকারিতা আসবেই। এ নিয়ে হতাশা সৃষ্টির কিছু নেই।’
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা