বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভিয্যের মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। কেন্দ্রীয় ঈদ গাঁহ মাঠে সকাল নয়টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল নয়টায় পুলিশ লাইন, কুখাপাড়া ধনীপাড়া, জোড়দরগাহ, কলেজ স্টেশন, সার্কিট হাউজ এবং গাছবাড়ি ঈদগাঁহ মাঠে ঈদের অপর জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের মোনাজাতে দেশ জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারতের জন্য মানুষের ছিল উপচে পড়া ভীড়। নামাজ শেষে সামর্থবানরা কুরবানী করেন পশু।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নুর আলম/নীলফামারী