ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

দীর্ঘ ১২ বছর পর উৎসব মুখর পরিবেশে বেনাপোল পৌরসভার ভোট গ্রহন চলছে। সকাল ৮টা থেকে একযোগে প্রতিটা কেনদ্রে ভোটগ্রহন শুরু হয়। চলবে একটানা বিকাল ৪টা পযর্ন্ত। এই পৌরসভায় ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট গ্রহণ হচ্ছে।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে , নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার সহ ভ্রাম্যমান আদালত।

বেনাপোল পৌরসভায় মেয়র প্রার্থী ২ জন, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৩৮৫জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

সকাল থেকে ভোট গ্রহণ শুর হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া ভোট কেন্দ্র গুলো জুড়েই সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here