ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ যোগদান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে যোগদান করেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি ক্যম্পাসে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে গিয়ে নতুন কর্মক্ষেত্রে যোগদান করেন।
যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গিয়ে আসরের নামায় আদায় করেন এবং জুলাই বিপ্লবে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। দোয়া মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ আলী খান।
নামায শেষে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসির সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ স্মৃতিসৌধ এবং মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ বলেন, উপাচার্যের পদ ক্ষমতার নয়, দায়িত্বের। আমি এই বিশ্ববিদ্যালয়কে আদর্শ, আধুনিক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে কাজ করে যাব। আমি কোন স্বার্থ, গুষ্ঠী কিংবা নির্দিষ্ট কোনো আদর্শের জন্য না। আমি একমাত্র ছাত্রদের জন্য। ছাত্রদের উদ্দেশ্যই আমার উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে একটি উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাব। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থের জন্য কাজ করে যাব। এই বিশ্ববিদ্যালয়কে আমি একটি ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো। এবং ছাত্রদের জ্ঞান চর্চার আদর্শ এই স্থানকে গবেষণার জন্য পথ মুক্ত করার লক্ষ্যে কাজ করবো।
উল্লেখ্য, গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here