লক্ষ্মীপুর প্রতিনিধি :
সাংবাদিকতায় উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার আদায়ে অবদান রাখার জন্য লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় চার সংবাদকর্মীকে ‘উপকূলীয় সাংবাদিক পুরস্কার-২০১১’ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক এর জাতীয় এডভোকেসি কার্যক্রমের আওতায় ওই পুরস্কার দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত সংবাদকর্মীরা হচ্ছেন, সাজ্জাদুর রহমান (যুগান্তর), শাজাহান তালাসী (প্রথম আলো), নজরুল ইসলাম (ইত্তেফাক), ও বেলাল হোসেন জুয়েল (নয়াদিগন্ত)। এদের প্রত্যেককে সম্মাননা সনদ, ক্রেষ্ট এবং পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।
রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে কোডেক রামগতি কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল আমিন। বিশেষ অতিথি ছিলেন, কোডেক লক্ষ্মীপুর অঞ্চল ব্যবস্থাপক রাশেদুর রেজা, জেলা সমন্বয়কারি বিপ্লব ভৌমিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোডেক প্রধান কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা উৎপল মজুমদার, আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক জাকির হোসেন খান, সাংস্কৃতিক সংগঠক বরুণ কৃষ্ণ ভৌমিক, সংগ্রাম প্রতিনিধি কাজী দিদার।