ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক ::

আমাদের গ্রাম এলাকার মেঠোপথে বৃদ্ধ মানুষের হাঁটার অনেক কষ্ট। বৃদ্ধ মানুষের হাঁটার সহযোগি হিসেবে লাঠি দরকার হয়, আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের আশেপাশের অস্বচ্ছল প্রবীণ যারা আছেন তারা কোনভাবে গাছের ডাল, বাঁশ বা কিছু একটা কোনমতে লাঠি হিসেবে ব্যবহার করে, আবার অনেক এর পক্ষে তা ব্যবস্থা করাও সম্ভব হয় না, অনেক সময় এই সব বস্তু ব্যবহার করে বৃদ্ধ মানুষগুলো দূর্ঘটনার শিকার হয়। অনেকের পক্ষে হাঁটার সহযোগি হিসেবে একটি ভালো লাঠি কিনে ব্যবহার করা সম্ভব হয় না। তাই লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা রামগতি কমলনগর এর ৫০০ অসহায় বৃদ্ধ কে নির্ভরতার লাঠি উপহার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’ ।

‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে সারা দেশব্যাপী অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই এইবার ঈদে তাদের ইচ্ছে হয়েছিল নিজ এলাকার রামগতি কমলনগর এর অসহায় প্রবীণদের জন্য কিছু করার। বৃদ্ধ মানুষের হাঁটার লাঠি দরকার হয়, কিন্তু অনেক সময় অভাবের কারনে তাদের পক্ষে হাঁটার সহযোগি হিসেবে একটি ভালো লাঠি কিনে ব্যবহার করাও সম্ভব হয় না। তাই তারা ৫০০ অসহায় প্রবীণকে নির্ভরতার লাঠি উপহার দিয়েছে।

তিনি আরো বলেন, এ উদ্যোগকে বাস্তবায়ন করতে মুহাম্মাদ নূরুস সাবাসহ যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

রামগতি কমলনগরের বিভিন্ন স্থানে এ লাঠি বিতরণের কার্যক্রমে উপস্থিত ছিল ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, পরিচালক (আইটি) পারভেজ অনিক, ব্লাড ব্যাংকের সমন্বয়ক নোমান সিদ্দিক, সহকারী পরিচালক নিপুল চন্দ্র শীল, সহকারী পরিচালক আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক ইলিয়াস হোসেন, সহকারী পরিচালক রায়হান, সহকারী পরিচালক ইফতেখার হৃদয়সহ অন্যান্য সদস্যবৃন্দ ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here