যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়ন কার্যক্রমকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু উন্নয়নের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মন্ত্রী মঙ্গলবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্রাজার ওভারলোড কন্ট্রোল মেশিন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সরকার দলীয় এমপি আবদুল্লাহ আল কায়সার, লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ও বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারী।
মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কের স্থায়িত্ব রক্ষা এবং সড়ক দুর্ঘটনা কমাতে যানবাহনের অতিরিক্ত গতি ও ওজন নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে মেঘনা-গোমতি সেতুর টোল প্লাজা এবং ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলিতে দুটি ওজন স্কেল স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ ওজন স্কেলটি চালু করা হল। প্রাথমিকভাবে ১৫ দিন সতর্কতামূলকভাবে ওজন নিয়ন্ত্রণ করা হবে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সচেতনতা বাড়ানোর কাজ করা হবে। এরপর অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফেরিঘাটের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে মন্ত্রী বলেন, ঝুঁকি এড়াতে সেতুর নিচ দিয়ে নদীতে নৌ চলাচল নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি হতে ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে ঘাটের নির্মাণকাজ শেষ হবে। এ ঘাটে যানবাহন পরিবহনে ছয়টি ফেরি চলাচল করবে। ইতিমধ্যে পাঁচটি ফেরি প্রস্তুত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরো একটি ফেরি যুক্ত হবে।
মন্ত্রী যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ২৭টি স্পিডগান এবং মাদক গ্রহণ করে গাড়ি চালানো নিয়ন্ত্রণে ২৪টি এলকোহল ডিটেকটিভ মেশিন উদ্বোধন করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ