
নিজস্ব প্রতিনিধি ::
এনজিওকর্মী চম্পা চাকমা হত্যাকান্ডের দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) এর মানববন্ধন। স্থান: চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর। মানববন্ধনে এফএনবি’র সদস্য ছাড়াও চট্টগ্রামে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
আজ ১০ এপ্রিল ২০২৩ ইং তারিখ সোমবার , সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে উন্নয়ন কর্মী চম্পা চাকমার নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (এফএনবি) চট্টগ্রাম এর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ শাখার কর্মকর্তা চম্পা চাকমার নির্মম হত্যাকান্ডের শিকার হয়। বক্তারা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য এই হত্যাকান্ডের ঘাতক অভিযুক্ত এনামুল হককে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মাইক্রোক্রেডিট প্রোগ্রামের ঋণের টাকা পরিশোধ করতে বলায় গত ০৫ মার্চ ২০২৩ চম্পা চাকমার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং কণ্ঠনালী কেটে হত্যা করে। অভিযুক্ত এনামুল হক নামের যুবককে আইন প্রয়োগকারী সংস্থা RAB গত ০৩ এপ্রিল ২০২৩ইং গ্রেফতার করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফএনবির সম্পাদক মোঃ আবদুস ছালাম, ঘাসফুলের সৈয়দ মামুনুর রশিদ, ব্র্যাকের জেলা প্রতিনিধি এনামুল হাসান, পদক্ষেপ এর সহকারী পরিচালক উত্তম কুমার সরকার , নিহত চম্পা চাকমার ভাই মিল্টন চাকমা, আইডিএফ এর সুদর্শন বডুয়া, টিআইবির তৌহিদুল ইসলাম ,সংশপ্তকের উপ-পরিচালক অগ্রদূত দাস গুপ্ত, টিএমএসএস এর রেজাউল করিম, উন্নয়ন কর্মী চন্দন বডুয়া, পিযুস দাশসহ প্রমূখ ৷
উপস্থিত হয়ে সম্মতি প্রকাশ করেন উন্নয়ন সংস্থা ব্র্যাক, বুরো বাংলাদেশ, ঘাসফুল, আশা, কোডেক, পদক্ষেপ, টিএমএসএস, পপি, অপকা, এসএসএস, ড্রপ, টিআইবি, কারিতাস, ব্রাইট বাংলাদেশ ফোরাম, সংশপ্তক, ভোরের আলোসহ উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ৷

বক্তারা আশা করেন, এ উদ্বেগজনক পরিস্থিতিতে নিহত চম্পা চাকমার ন্যায় বিচার সম্পন্ন করে দারিদ্র বিমোচনসহ প্রান্তিক জনগোষ্ঠির সার্বিক জীবনমান উন্নয়নে যারা ঝুঁকি নিয়ে যারা কাজ করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মানববন্ধনে সঞ্চালনা করেন ঘাসফুল এর প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম।
এসময় বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এফএনবি’র পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ববারব স্মারকলিপি প্রদান করা হয়