জেলা প্রতিনিধি:: ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, এটা বারবারই প্রমাণ হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। দেশে উন্নয়নের জোয়াড় বইয়ে দিয়ে চলেছেন। একটা সময় আমাদের উত্তরবঙ্গে তেমন অবকাঠামোগত উন্নয়ন ছিল না, যাতায়াত ব্যবস্থা , চিকিৎসা সেবা, শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না। শেখ হাসিনার সরকার ধীরে ধীরে সব কিছুই এখন হাতে মুঠোয় এনে দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার আবারও দরকার।’- বলছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তার হোসেন। আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আওয়ামী লীগের ব্যতিক্রমী এক আয়োজনে এমন কথা বলেন তিনি।

নওগাঁ জেলার ধামরহাট থানার আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৪০০ নেতা-কর্মী সম্প্রতি টুঙ্গিপাড়া সফর করেছে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করেন নেতা-কর্মীরা। পরে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন তারা।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের ব্যবস্থাপনায় এই কার্যক্রম সম্পন্ন করেছে আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আওয়ামী লীগ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী, সিনিয়র সহ-সভাপতি মেহবুব আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাজীমুদ্দিন মাস্টার প্রমুখ।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়ার পর একে একে শেখ মুজিবুর রহমান মহা-সড়ক, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রদর্শন করেন নেতা-কর্মীরা। সরকারের এমন উন্নয়ন নিজ চোখে দেখে অনেকে অভিভুত, আপ্লুতও হয়েছেন।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে চমৎকারভাবে এগুচ্ছে সেটা আজ সবাই মিলে দেখলাম আমরা। একটা সময় আমাদের উত্তরবঙ্গ থেকে ঢাকা বা দেশের অন্যান্য জায়গায় যেতে এক দিন লেগে যেতো বা তারও বেশি। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা এতোটাই উন্নত যে আমরা কয়েক ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে পৌঁছুতে পারি। বাংলাদেশ সব ক্ষেত্রেই অনেকদূর এগিয়ে গেছে। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা নেতৃত্বে আছেন বলেই।’

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেহবুব আহমেদ বলেন, ‘শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করেছেন। যেটা পুরো দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিয়েছে। তেমনি মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা শহরকেও বদলে দিয়েছে। শুধু মাত্র যোগাযোগ ক্ষেত্রে নয়, শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সব ক্ষেত্রেই উন্নতি করেছে। এই ধারা অব্যাহত রাখতে আমরা আবারও শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে চাই।’

ষাটোর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা আফাজ‌উদ্দিন এসেছিলেন বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম দেখতে। সেসবের বর্ণনা দিতে গিয়ে রীতিমতো আবেগতাড়িতই হয়ে পড়লেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘শেখ মুজিবের কথায় যুদ্ধে নেমেছিলাম। তিনি তো স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার সময় পেলেন না, ঘাতকের দল তাকে সময় দেয়নি। তারপরও যে বাংলাদেশ থেমে নেই সেটা নিজ চোখে দেখছি, এর চেয়ে শান্তি আর কী হতে পারে। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন আর তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড় করিয়েছেন। শেখ হাসিনার জন্য দোয়া করি আমি।’

ব্যতিক্রমী এই আয়োজনের সমন্বয়ক আক্তার হোসেন বলেন, ‘আমাদের অঞ্চল থেকে ঢাকার দূরত্ব প্রায় আড়াইশ কিলোমিটার। অনেকেই আছে যাদের টুঙ্গিপাড়া, পদ্মা সেতু বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা হয়ে উঠেনি। নেতা-কর্মীদের অনেকের স্ব-চক্ষে এসব দেখার একটা আকুতি ছিল, বিশেষ করে বয়স্কদের। ফলে সকলকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রদর্শনের এই আয়োজন। স্ব-চক্ষে এসব দেখে অনেকে অভিভূত।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here