ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষে এক আস্থাভোটে বেশ সহজেই জয় পেয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্লো মন্টি।
তবে পার্লামেন্টে নিম্নকক্ষে আজ শুক্রবার তাকে আরো এক দফা ভোটের মোকাবেলা করতে হবে।
দেশটির অর্থনৈতিক সংকট কাটাতে নতুন প্রধানমন্ত্রী তার পরিকল্পনা ঘোষণার পরপরই সিনেটে এই আস্থাভোট অনুষ্ঠিত হয়।
এর আগে সিনেটে দেয়া প্রথম বক্তৃতায় তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক সমতার ভারসাম্যের ভিত্তিতে ব্যয় সংকোচন পরিকল্পনা গৃহীত হবে। কর ফাঁকি বন্ধ করাসহ কর ব্যবস্থা বদলানোর প্রতিশ্রুতি দেন নতুন প্রধানমন্ত্রী। খবর : বিবিসি
সেইসাথে তিনি বলেন, মাফিয়াদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিতে যাচ্ছেন।
এছাড়া আর্থিক ক্ষেত্রে সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রাধান্য হ্রাস করার পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মিস্টার মন্টি বলেন, ইতালি আগামি কয়েক সপ্তাহে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তার ওপর ইউরোর ভাগ্য নির্ভর করছে।
ইতালির নতুন নেতা যখন সিনেটে এই বক্তৃতা করছিলেন তখন বাইরে হাজারো শিক্ষার্থী দেশটির সংকট কাটাতে সম্ভাব্য ব্যয় সংকোচন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
একইসাথে বেকারত্ব এবং বাজেট কমানোর প্রতিবাদে দেশজুড়ে পরিবহন ধর্মঘট চলছিল। আজ নিম্নকক্ষে দ্বিতীয় দফা ভোটের মোকাবেলা করতে হবে মিস্টার মন্টিকে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক