উইকেটের পেছনে রক্ত ঝরল বিজয়ের

ডেস্ক রিপোর্টঃঃ  মঙ্গলবার বিপিএলের দিনের প্রথম ম্যাচে লড়ছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। টস হেরে ব্যাটিং করছে রংপুর। যদিও শুরুতেই ভালো অবস্থানে রয়েছে দলটি। তবে ইনিংসের পঞ্চম ওভারে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়ের চোখের নিচ দিয়ে ঝরেছে রক্ত।

চতুরাঙ্গা ডি সিলাভার করা বল সিকান্দার রাজাকে বোল্ড আউট করার পরে সেই বল গিয়ে আঘাত হানে বিজয়ের চোখের নিচে। এরপর ক্ষত সেই স্থান হতে ঝরেছে রক্ত। যদিও এরপর আবারো গ্লাভস হাতে উইকেটের পেছনে উইকেটরক্ষক হিসোবে রয়েছেন বিজয়। তবে হেলমেট পরে সতর্ক অবস্থায় তিনি কিপিং করছেন।

যদিও রংপুরের দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে স্বস্তিতে রয়েছে সাকিবের দল, তবে রান গতি ঠিকই সচল রেখেছে রংপুর দল। শুরুর ধাক্কাটা রংপুর শিবিরে প্রথমেই এনেছিলেন বরিশালের অধিনায়ক সাকিব। এই মুহূর্তে রংপুরের হয়ে ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন শোয়েব মালিক এবং রনি তালুকদার। ৭ ওভার শেষে দলটির সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬০ রান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here