বিনা নোটিশে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সোমবার পাবনার ঈশ্বরদী ইপিজেডে‘র দুটি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকরা বিক্ষোভ, ধর্মঘট ও ভাঙচুর করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে অতন্ত ৫০ জন আহত হয়েছে । কতৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করেছেন।

জানাগেছে, বিনা নোটিশে ঈশ্বরদী ইপিজেডে‘র মেগাটেক্স নীটার্স (প্রা:) লি: এর কয়েক শ্রমিক কে ছাটাই করা এবং শ্রমিকদের বাৎসরিক ছুটির পাওনা টাকা না দেওয়া, বেতন ভাতা বৃদ্ধিসহ রশিতা নীটওয়্যারের শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এনিয়ে গত কয়েক দিন ধরে ওই দুটি প্রতিষ্ঠানের শ্রমিক ও মালিক পড়্গের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিল।

এর জেরধরে  সোমবার সকালে ওই দুটি প্রতিষ্ঠানের শ্রমিকরা ইপিজেডে এসে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। কর্মসূচী পালন করার অপরাধে পাকশী পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য রশীতা নীটওয়্যারের শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দিলু হোসেনকে লাঠিপেটা করে। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাজার হাজার শ্রমিক-কর্মচারী এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে ইপিজেড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় পুলিশ ও দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে শ্রমিক কল্যাণ সমিতির সহ-সভাপতিসহ অতন্ত ৫০ জন আহত হয়।

আহতদের মধ্যে দিলু হোসেন, স্বপন মিয়া, জাহাঙ্গীর হোসেন, আব্দুল করিম, আশরাফুল ইসলাম, ওহিদুল ইসলাম, আকাশ মিয়া, রমজান আলী, মামুন আলী, সৈকত হোসেন, মাহাবুবুল আলম, রেজাউল করিম বাবু, শহীদ জাহান, শফিকুল ইসলাম, শাপলা খাতুন, সিকিউরিটি গার্ড টিটু রুবিনা কে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আকাশ জানান, বিক্ষোভ চলাকালে আলোচনার জন্য রশিতা নীটওয়্যারের ম্যানেজার নাহিদ আক্তার নীরব তাকে অফিসে ডেকে নিয়ে বেদম মারপিট করে। ফ্লোর ইনচার্জ খালেদ হোসেন কয়েক শ্রমিককে ডেকে নিয়ে মারধর ও আন্দোলন করলে শ্রমিকদের চাকরিচ্যুত করার হুমকি দেয়।

পরে শ্রমিকরা এক সমাবেশে ম্যানেজার নাহিদ আক্তার নীরবের পদত্যাগ ছাড়া তারা কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিলে রশিতা নীটওয়্যারের জিএম মিসেস ম্যাকি, এজিএম মি: হান্ডারি ও বেপজার কাউন্সিলর সাইদুর রহমান সমাবেশস্থলে এসে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ভুত এ পরিস্থিতি নিয়ে মালিক পক্ষ, পুলিশ প্রশাসন, বেপজা কর্তৃপক্ষও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক চলছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here