Kazi rahim Shahriar Pic

তোমার দু’পা

-কাজী রহিম শাহরিয়ার

 

যেদিন তুমি আমার আঙিনায় পা রাখলে প্রথম

আমি দেখে নিলাম এক পলক তোমার দু’পা;

তোমার পায়ে পায়ে এখানে এলো

পৃথিবীর তাবৎ সৌন্দর্য!

 

যদি তুমি রোজ আস আমার আঙিনায়

আমি চেয়ে র’বো পলকহীন…

 

আমি জানি-

কারো কারো পায়ের ধূলিও কেমন পবিত্র হয়ে ওঠে

এক অলৌকিক পরশে!

 

ইদানিং পা দু’টো নিয়ে ভীষণ বিব্রত আমি

কখন যে পায়ে পায়ে নেমে যাই নর্দমায়!

 

পায়ের বিচিত্র ব্যবহার দেখে আমি আজ বিস্মিত, হতবাক!

দেখছো না,

ক্ষমতাবানের পা চাটে ক্ষমতার কাঙাল!

হাতের চেয়ে পায়ের শক্তি কারো কারো দ্বিগুণ-দ্বিধাহীন

পায়ের কুশলী ব্যবহারে লাথিও কেমন তাৎপর্যময় হয়ে ওঠে!

ভাবো,

তুমিও কত অনায়াসে আমার দু’পায়ে পরালে

এক মায়াবী শিকল! যেমন সাম্রাজ্যবাদীরা পরায়

পরাধীন প্রাণীর পায়ে!

 

মানুষের মুক্তির জন্য এগিয়ে যাবার পা কোথায়?

 

তবু তুমি রোজ এসো আমার আঙিনায়

আমি চেয়ে র’বো পলকহীন তোমার পায়ের পাতায়…!

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here