আজমেরী হক বাঁধনষ্টাফ রিপোর্টার :: আজমেরী হক বাঁধন ঈদ উপলক্ষে একের পর এক নাটকের শুটিং করছেন। পাশাপাশি ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করেছেন। এছাড়া কিছুদিন আগে কলকাতা থেকে একটি নাটকের শুটিং সম্পন্ন করে দেশে ফিরেছেন।

ধারাবাহিকের মধ্যে বর্তমানে বাঁধন ‘তীরন্দাজ’, ‘ডিবি’, ‘মেঘের পরে মেঘ’, ‘নীল নির্বাসন’, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, ‘রূপকথার মা’, ‘আমি তুমি সে’সহ বেশ কিছু নাটকের কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্প্রতি অভিনয় ছাড়া অন্য কোনো কাজে একদমই সময় দিতে পারছি না। একের পর এক নাটকের কাজ করে যাচ্ছি। কিন্তু কার সঙ্গে কোন নাটকে কাজ করেছি, এই মুহূর্তে তা মনে করতে পারছি না। তা ছাড়া কোন চ্যানেলে কবে কোন নাটক প্রচার হবে, তাও বলতে পারছি না। কারণ এত বেশি নাটকে করেছি যে, দম ফেলার মতো সময় পাচ্ছি না। তবে বেশি কাজ করলেও কাজের মানের দিক বিবেচনা করেই অভিনয় করেছি। এর মধ্যে অধিকাংশ নাটকই ঈদে প্রচারিত হবে।’

এদিকে বাঁধন ‘দাদার দেশের জামাই’ নাটকের শুটিং সম্পন্ন করে সম্প্রতি কলকাতা থেকে দেশে ফিরেছেন। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ। এছাড়া শামীম জামানের ‘চুটকি ঘর’ সিরিয়ালে ছয় পর্বের মধ্যে তিন পর্বেই তাকে দেখা যাবে। আর সে সঙ্গে ঈদের একাধিক খ- নাটকের কাজ করেছেন বলে জানান এ অভিনেত্রী। ঈদের নাটক নিয়ে বরাবরই দর্শক মহলে বিশেষ আগ্রহ কাজ করে। হাসির কিংবা রোমান্টিক হলেও সেটা যেন সারা বছর প্রচার হওয়া নাটকগুলোর মতো গতানুগতিক না হয়, এমনটাই তাদের চাওয়া।

ঈদ উপলক্ষে আপনার অভিনীত নাটকগুলো দর্শক প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে বলে আপনি মনে করেন? এর উত্তরে বাঁধন বলেন, ‘আশা তো সবসময়ই করি, দর্শক যেন পর্দার সামনে বসে নিরাশ না হন। তবে এবারের অবস্থা আগের চেয়ে আরো ভালো মনে হচ্ছে। সম্প্রতি আমার অভিনীত নাটকের গল্পগুলোর ওপর বেশ জোর দেয়া হয়েছে। প্রতিটি নাটকে ভিন্নতা রেখে নির্মাতারা কাজ করছেন। আশা করছি, ঈদে ভালো কিছুই দর্শক পর্দায় দেখতে পাবেন।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here