ডেস্ক রিপোর্ট::  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় বউ-শাশুড়ির মৃত্যু হ‌য়ে‌ছে। এই ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও ১৫ জন।

মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ-জামালপুর সড়‌কের উপ‌জেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপপ‌রিদর্শক সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জামালপু‌রের ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের মা নাসিমা বেগম (৪৫) ও তার স্ত্রী নিশি (২০)। তারা ঢাকার আশু‌লিয়ায় এক‌টি গার্মেন্টসে চাক‌রি কর‌তেন।

নিহত নাসিমা বেগমের ছেলে বিপ্লব বলেন, ঈদের ছু‌টি‌তে বা‌ড়ি যাওয়ার জন‌্য বাস না পে‌য়ে জামালপুরগামী এক‌টি পিকআপে উঠে‌ছিলাম। পিকআপে মা, বোন, ভাই, ভাবী, খালা-খালু ছ‌াড়াও আরও ক‌য়েকজন ছিলেন। প‌রে পিকআপ‌টি ঘটনাস্থলে পৌঁছালে সড়‌কে বাঁকা হ‌য়ে দাঁড়ি‌য়ে থাকা লাক‌ড়িবোঝাই ট্রা‌ককে স‌জো‌রে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে ভাবি (নি‌শি) মারা যান। প‌রে হাসপাতা‌লে আমার মা মারা যান।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এলিন আরাফাত অনিক জানান, ১৫ জন‌কে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে না‌সিমা না‌মের একজন অতিরিক্ত রক্তক্ষর‌ণের কার‌ণে মারা যান। এছাড়া পাঁচজ‌নের অবস্থা গুরুতর হওয়ায় তা‌দেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপপ‌রিদর্শক সাকিব জানান, সড়‌কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়িবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপের সজোরে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থ‌লেই একজন ও হাসপাতা‌লে আরেকজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া ‌শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here