ঈদের আনন্দ কয়েকগুন বেড়ে যায়, যখন আমরা নতুন কাপড় পরে প্রিয়জনের সঙ্গে বাইরে যাই। কোরবানির ঈদে সারাদিন কাজের অনেক চাপ থাকে। তাই বলে বিশেষ এই দিনটিতে একেবারে সাদামাটা থাকাটাও ভালো দেখায় না।

কাজের সুবিধার জন্য ঈদের আগের দিন আমরা যদি কিছু রান্না করে রাখি তাহলে ঈদের দিনটিতে পরিপাটি ভাবে থাকতে পারবো।

দিনের বেলায় ঘরের কাজ করতে হলে সুতি সালোয়ার কামিজ অথবা শাড়ি পরতে পারি। সঙ্গে অবশ্যই হালকা প্রসাধনী এবং পোশাকের সঙ্গে মানানসই ছোট কিছু গয়না পরতে ভুলবেন না।

আসল সাজের সময় তো সন্ধায়। সারাদিন অতিথি আপ্যায়ন, রান্না আর ঘরের কাজ করতেই চলে যায়, সন্ধাটা ফ্রি রাখুন, প্রিয়জনদের সঙ্গে বাইরে যান।

এই সময়ে বের হওয়ার আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিন। কিভাবে?

প্রথমে ব্রাস করুন, গোসল করুন। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে।
এবার এক মগ চা বা কফি খেয়ে ঝরঝরে হয়ে সাজতে বসুন।

ওয়াটার বেজড্ ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর ওপরে কম্প্যাক্ট পাউডার দিন। শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙ-এর শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে কাজল দিন। চোখের উপরের পাতায় আইলাইনার দিয়ে মোটা করে লাইন টেনে নিন। দুই বার করে মাশকারা লাগান। ঠোঁট এঁকে গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে নিন। এবার ব্লাসন বুলিয়ে দিন দুই গালে। হয়ে গেল ঈদেরসাজ। শাড়ি পরলে মানানসই টিপ লাগিয়ে নিতে পারেন।

পছন্দ মতো চুল সেট করে নিন।

এবার পারফউম মেখে, ব্যাগে ঘরের চাবি, মোবাইল ফোন নিয়ে সবার সঙ্গে বেরিয়ে পরুন।

ঈদ আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে কাটবে, এই শুভ কামনা সবার জন্য।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামনা ইসলাম

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here