যারা এই ঈদে গ্রামের বাড়ি যেতে পারছেন না অথবা দীর্ঘ জ্যাম ঠেলে যেতে চাইছেন না তাদের সময়গুলো ঈদে আনন্দ আর ফুর্তিতে ভরিয়ে রাখতে ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডম আয়োজন করেছে নানা আয়োজন।
ঈদ উপলক্ষে পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন অফার নিয়ে এসেছে, দর্শনার্থীদের জন্য। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে স্পেশাল র্যাফেল ড্র, গেমস শো, লাইফ কনসার্ট, ড্যান্স শোসহ আকর্ষনীয় সব আয়োজন।
এছাড়াও থাকছে ঈদের পরদিন থেকে পরবর্তী টানা ১২ দিন ব্যাপী ডিজে শোর ব্যবস্থা।
দারুণ আনন্দে মেতে উঠতে আপনাকে দিতে হবে মাত্র ২৮০ টাকা।
শুধু রাজধানীতেই নয় চট্টগ্রামের ফয়’স লেকেও চলছে ঈদের বিশেষ আয়োজন। র্যাফেল ড্র, লাইফ কনসার্ট আরও কত কী। আর টানা ১০ দিনের ডিজে শো-এ অংশ নেবেন দেশের নাম করা সব সঙ্গিত শিল্পী ও ব্যান্ডের তারকারা। পার্কে প্রবেশ এবং সব রাইডসহ জমজমাট লাইফ কনসার্ট উপভোগ করতে পারবেন মাত্র ৩০০ টাকায়।
সময় পেলে পরিবার বা বন্ধুদের নিয়ে আপনিও হতে পারেন এসব পার্কের অতিথি।