স্টাফ রিপোর্টার :: ই-সরকার ব্যবস্থাপনার উন্নয়নে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পিছিয়ে থাকলেও বিশ্ব সূচকে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ই-সরকার ব্যবস্থাপনা সূচকে সার্কের দেশগুলোতে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম।

দাপ্তরিক জরিপ সংস্থা ইউএনপ্যাকস (ইউনাইটেড ন্যাশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কান্ট্রি স্ট্যাডিজ) পরিচালিত জরিপ প্রতিবেদনের বরাদ দিয়ে সোমবার এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।

ইউএনপ্যাকস জরিপ ২০১৪ অনুযায়ী, ভুটানের পেছনে পড়লেও বাংলাদেশ এবার ই-সরকার ব্যস্থাপনায় বিশ্ব সূচকে দুই ধাপ এগিয়েছে। বিশ্ব সূচকে বাংলাদেশ চলতি বছরে রয়েছে ১৪৮তম অবস্থানে।

২০১২ সালের জরিপ অনুযায়ী এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫০। বর্তমানে চতুর্থ অবস্থানে উঠে আসা ভুটানের অবস্থান ছিল ১৫২। তবে এবারে ৯ ধাপ এগিয়েছে।

অপরদিকে মালদ্বীপকে (৯৪) টপকে এবার ই-সরকার সূচকে ৭৪তম অবস্থানে রয়েছে শ্রীলংকা। আর ই-সরকার ব্যবস্থাপনায় সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে আফগানস্থান।

জাতিসংঘ সদস্য ১৯৩টি দেশে এই জরিপ পরিচালিত হয়। জরিপে দেখা গেছে মাত্র ৪৬টি দেশের নিজস্ব ডাটা পোর্টাল রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here