অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মারধরের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহমেদ বাবুর বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবির হোসেন তালুকদার রোববার গভীর রাতে গুলশান থানায় মামলাটি করেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবির সোমবার দুপুরে বলেন, “মামলায় শুধু বাবুকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি (বাবু) ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।” উপাচার্য পদ নিয়ে জটিলতায় রোববার সকালে ইয়াজউদ্দীন আহম্মেদের বাসায় রেজিস্ট্রার কবিরকে মারধর করা হয়েছে-এমন খবরে ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন বাবু এবং তার মা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারা বেগম।এক পর্যায়ে শিক্ষার্থীরা বাবুকে ধাওয়া করলে তিনি দৌঁড়ে পাশে একটি কক্ষে আত্মরক্ষা করেন। আহত ইমতিয়াজকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর দুপুরে পুলিশ হেফাজতে রাখা হলেও পরে পুলিশ সরিয়ে নেওয়া হয়।

ইমতিয়াজের সঙ্গে আরো দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও সন্ধ্যার পর তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here