প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার সচিবালয়ের মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।
কমিটিকে কি ধরণের সহায়তা দেয়া হবে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটিই নির্ধারণ করবে তা কোন ধরনের সহায়তা চান। তারা যে ধরনের সহায়তা চাইবেন আমরা সেই ধরণের সহায়তাই দেব।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের জন্য চার সদস্যে বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে কমিটির সুপারিশ রাষ্ট্রপতির নিকট পেশ করবে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, প্রধান বিচারপতির মনোনীত সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারক, হাইকোর্ট বিভাগের এক জন বিচারক, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here