ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৪ আগস্ট) রাত সোয়া নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না’, ‘নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না’ ও ‘বসন্তের কোকিলেরা সাবধান’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড প্রদর্শন করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের এজেন্ট, বাইরে থেকে উড়ে আসা বসন্তের কোকিল, নিশ্চুপ ঘুমন্ত বিড়াল ও খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চাই ন। আন্দোলনের সময় যে সকল শিক্ষকরা আমাদের সহযোদ্ধাদের জেল থেকে ছাড়িয়ে এনেছে, সেই সকল শিক্ষকদের আমরা ভিসি হিসেবে চাই। আমরা শিক্ষার্থী বান্ধব উপাচার্য চাই। যিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here