শুক্রবার বিকালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টায় ইসলামপুর উপজেলার ডেংগারগড় বজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান (৪৩) তার নিজ মটরসাইকেল যোগে উপজেলার পচাঁবহলা এলাকায় যাওয়ার পথে গাওঁকুড়া নামক স্থানে বিপরীতদিক থেকে আসা অপর একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনি মারাত্নকভাবে আহত হন।

গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল তিনটার দিকে তিনি মারা যান।

এদিকে, প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যুর খবর এলাকায় পৌছিলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অন্যান্য সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক, এলাকাবাসীর ও নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here