স্টাফ রিপের্টার :: ভালবাসা দিবস উপলক্ষে সংগীতা থেকে প্রকাশ হয়েছে জনপ্রিয় গানের জুটি ইলিয়াস হোসাইন ও অরিনের কণ্ঠে ‘তোমার কি হিংসে হয়’ গানের মিউজিক ভিডিও। মাইনুল হাসান খোকনের পরিচালনায় এতে মডেল হয়েছেন প্রিন্স ও আইরিন ইরানি।
তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন ইলিয়াস হোসাইন নিজেই। সংগীতায়োজন করেছেন সজীব দাস।
গানটি প্রসঙ্গে ইলিয়াস বলেন, আমাকে ভালোবাসতে হলে আরও কাছে আসতে হবে, আমাকে ভালোবাসতে হলে বুকের মাঝে ভাসতে হবে, আমাকে সবাই ভালোবাসে তোমার কিং হিংসে হয়? রোমান্টিক কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। তাই সুর করেছি। সংগীতায়োজনও হয়েছে চমৎকার। আশা করছি গানটি ভালো লাগবে সবার।
অরিন বলেন, আমাদের জুটির ‘না বলা কথা’ থেকে শুর“ করে বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে।
সজীব দাস বলেন, মিউজিক করেছি ইডিএম ধাঁচের। গানে শ্রোতারা নতুন খুঁজে পাবেন। এ ধরণের গানে ইলিয়াস অরিন প্রথম কণ্ঠ দিয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী।
গীতিকার তারেক আনন্দ বলেন, ইলিয়াস হোসাইন ও অরিনের গাওয়া ‘কাছাকাছি’ গানের মাধ্যমে অগণিত শ্রোতার ভালবাসা পেয়েছি। এ গানটিও শ্রোতারা পাছন্দ করবেন।