ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এই বলে হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে কোনও হামলা হলে তার শক্ত জবাব দেয়া হবে৻ খবর : বিবিসি

মাত্র বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক ইরানের পরমাণু কর্মসূচীকে থামানোর সময় পেরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করার পর আয়াতোল্লাহ খামেনি এই হুঁশিয়ারি দিলেন৻

আয়াতোল্লাহ্‌ আলী খামেনি তেহরানে জুম্মার নামাজের সময় বলেন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ইরানের সঙ্কল্পের ওপর এসব নিষেধাজ্ঞার কোন প্রভাব পড়বে না৻

আয়াতোল্লাহ্‌ বলেন তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং যুদ্ধের যে হুমকি দেয়া হচ্ছে সময়মত ইরানও সেই হুমকির জবাব দেবে৻

এসব হুমকির কথা তিনি খুলে বলেননি৻

হরমুজ প্রণালী বন্ধের হুমকি

তেহরানে বিবিসির সংবাদদাতা জেমস্‌ রেনল্ডস্‌ বলছেন সাম্প্রতিক মাসগুলোতে ইরানের রাজনীতিবিদ এবং কর্মকর্তারা উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন৻

এই সরু প্রণালী দিয়ে বিশ্বের তেলের এক-পঞ্চমাংশ রফতানি হয়৻

মি: বারাক সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ফলে যদি কাজ না হয় তবে, তার ভাষায়, ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে তৎপরতা চালানোর কথা বিবেচনা করতে হবে৻

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন পানেটাসহ মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন আচমকা হামলা চালানোর জন্য ইসরায়েল সম্ভবত: ক্ষেত্র প্রস্তুত করছে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিতক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here