ইরাকে গত কদিন ধরে শিয়া এবং সুন্নী নেতাদের মধ্যে যে বিরোধ এবং উত্তেজনা চলছে, তা আরও তীব্র হয়ে উঠেছে৻

সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৻

শিয়া এবং সুন্নিদের মধ্যে এই বিরোধের ফলে দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা বাড়ছে৻

ইরাক থেকে মার্কিন সৈন্যরা চলে যাবার পরপরই দেশটিতে শিয়া এবং সুন্নিদের মধ্যে অনেক দিন ধরে চলা উত্তেজনা চরম আকার ধারণ করে এখন বড় সংকটে পরিণত হয়েছে৻

তারেক আল হাশেমির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করার পর তিনি এখন দেশটির উত্তরাঞ্চলে কুর্দিস্তানে আশ্রয় নিয়েছেন৻

ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এই সংকট সম্পর্কে দেয়া প্রথম গুরুত্বপূর্ণ বিবৃতিতে বলেছেন মি: আল হাশেমিকে বিচারের মুখোমুখি হতে হবে৻

মি: আল হাশেমিকে হস্তান্তর করার জন্য তিনি কুর্দি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন৻

হুমকি

নুরি আল মালিকি হুমকি দিয়েছেন সুন্নি রাজনৈতিক গোষ্ঠি যদি সংসদে ফেরত না আসে তবে সুন্নি মন্ত্রীদের বরখাস্ত করা হবে৻

সুন্নি গোষ্ঠি সংসদ বর্জন করছে৻

মি: আল হাশেমি বলেছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসব বনোয়াট৻

তিনি দাবি করেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রধানমন্ত্রী যে অপপ্রচার চালাচ্ছেন এটা তার অংশ৻

ইরাকে সংকট বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে৻

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন , মি: আল মালিকির সাথে টেলিফোনে কথা বলে তাকে অন্য দলগুলোর সাথে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন যাতে নতুন কোন সাম্প্রদায়িক সংঘাত শুরু না হয়৻

তবে সংবাদদাতারা বলছেন ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের যে প্রভাব ছিল এখন আর তা নেই কারণ মার্কিন সৈন্যরা চলে গেছে৻

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here