ডেস্ক রিপোর্ট:: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ভয়াবহ রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত আল-আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে এবার অন্তত দশটি রকেট দিয়ে দফায় দফায় আক্রমণ চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা আছে, বুধবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমানঘাঁটিতে রকেট হামলা হয়েছিল। এদিন টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টো। যদিও তিনি হামলায় হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেননি।

পোপ ফ্রান্সিসের ইরাক সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটেছে। সকালে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ১০টি গ্রাড-টাইপ রকেট আঘাত হেনেছে জানিয়ে ইরাকী বাহিনী দাবি করেছে যে, রকেটগুলো ইরানের আরাশ মডেলের।

বাগদাদ অপারেশনস কমান্ডের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আনবার প্রদেশে অবস্থিত ঘাঁটির ৮ কিলোমিটার দূর থেকে অন্তত ১৩টি রকেট ছোড়া হয়েছিল।

ইরাকের নিরাপত্তাবাহিনীর একটু সূত্র নাম না প্রকাশ করার শর্তে বলেন, এবার রকেটগুলো বাইদার এলাকা থেকে ছোড়া হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত ১৭ মিলিশিয়া নিহত হয়েছেন। এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে হামলা হলো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here