নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের কুমিল্লায় আগমনের প্রতিবাদে ও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম বাতিলের দাবীতে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা বিএনপি। মহানগরের কান্দিরপাড়স্থ বিএনপি’র কার্যালয় থেকে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনে কুমিল্লায় আগমনের প্রতিবাদে ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম বাতিলের দাবীত জানিয়ে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন- নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল না করলে কুমিল্লার জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। ইতিমধ্যে আমরা ইভিএম এর ত্রুটি বিচ্যুতি গুলি প্রজেক্টরের মাধ্যমে সচিত্র কুমিল্লার জনগণকে দেখাতে শুরু করেছি। আশা করি কুমিল্লার সচেতন জনগণ ইভিএম এর ভুল ত্রুটিগুলো বুঝতে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোসত্মাক মিয়া, শহর বিএনপি’র সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোসত্মফা জামান, সহ-প্রচার সম্পাদক শফিউল আলম রায়হান, যুব বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান কামাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নেকবর হোসেন/কুমিল্লা