কালাম আজাদ, কক্সবাজাজার:
প্রধান নির্বাচন কমিশনার ড.এ.টি.এম শামসুল হুদা বলেছেন, ইভিএম পদ্ধতি জনগনের আস্থা অর্জন করেছে। নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতির সুফল দেখতে পেয়েছে জনগন । তিনি আরো বলেন নির্বাচন কমিশন গঠনে পেশাদার ব্যাক্তিদের নিয়ে বিভিন্ন দেশে সার্চ কমিটি গঠনের দৃষ্টান্ত বিভিন্ন দেশে রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তাবনার প্রেক্ষিতেই রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন।
৩০ জানুয়ারী সকাল ৯টায় টেকনাফ সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কক্সবাজারসহ কয়েকটি জেলায় ইতিমধ্যে ৪০ হাজার রোহিঙ্গাকে ভোটার তালিকা হতে বাদ দেওয়া হয়েছে। এসব অবৈধ ভোটার চিহ্নিত করতে বিশেষ ফরম ও পদ্ধতি অনুসরন করে থাকে নির্বাচন কমিশন।
তবে নির্বাচন কমিশনের উপর সব দায়িত্ব ছেড়ে দিলে হবে না, স’ানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামের উপ-নির্বাচন কমিশনার (আঞ্চলিক) ফরহাদ আহমেদ খান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, ইউএনও আ ন ম নাজিম উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার সাঈদ মোঃ আনোয়ার খালেদ এসময় উপসি’ত ছিলেন।