মেয়েকে ইভটিজিং করা ওই  ইভটিজারের বিরুদ্ধে প্রশাসনের নিকট অভিযোগ দেয়ার অপরাধে বরিশালে এক শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে । বরিশাল নগরীর রুপাতলী এলাকার এ ওয়াহেদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মুক্তিযোদ্ধা জিন্নাত আলীকে গত শুক্রবার রাত ৯ টায় চুরিকাঘাত করে দুবৃত্তরা। তাকে মুমুর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতাল থেকে রাতে ঢাকায়নেয়ারপথে আরিচা ফেরিঘাটে তার মৃত্যু ঘটে । এদিকে ঐ ঘটনায় পুলিশ ঘাতক ইভটিজারের ৬ বন্ধুকে আটক করেছে । নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, বেশ কিছু দিন ধরে ওই এলাকার স্কুল শিক মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর ছোট মেয়েকে ইভটিজিং করে বেড়ায় নগরীর বাজার রোডস্থ সুলতানী বিড়ি ফেক্টরীর পিছন এলাকার সন্ত্রাসী মোঃ রুপম। এ বিষয়ে জিন্নাত আলী রুপমকে বেশ কয়েক বার নিষেধ করলে সে তাকে জীবন নাশের হুমকী দেয়। এক পর্যায় জিন্নাত আলী মাস্টার এ ঘটনায় প্রশাসনের নিকট অভিযোগ দেয়। এতে ইভটিজার রুপম আরো বেপরোয়া হয়ে পরে। সে প্রতিনিয়তই তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকী দিতে থাকে।এদিকে গত শুক্রবার রাতে শিক মোঃ জিন্নাত আলী মাস্টার সাগরদী বাজার থেকে বাজার নিয়ে তার বাসা চান্দুর মাকেট’র দিকে রওনা দেয়। তিনি তার বাসার মাত্র ৫০ গজ দুরে উপকুল কিন্ডার গার্ডেন স্কুলের সামনে আসলে পিছ থেকে একটি মোটরসাইকেল যোগে আসা দুই অজ্ঞাত নামা যুবক তাকে ঘিরে ধরে তার পেটের বাম পাশে ছুকিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পরেন। এক পর্যায়ে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্য রত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করে । রাতেই তাকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেয়ার পথে আরিচা ফেরী ঘাটে শিক জিন্নাত আলী মারা যায় । এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ইভটিজার রুপমের ৬ বন্ধুকে আটক করেছে পুলিশ । তারা হলো কাউনিয়া ব্রাঞ্চরোডে’র আরিফুর রহমান মিঠু, তার চাচাত ভাই রিফাত, ভাটিখানা এলাকার বিশ্বজিৎ কুমার রায়, রিমন, রাজন ও অক্সফোর্ট মিশন রোড এলাকার রিফতি ।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন রুপম ও তার সহযোগীরা সন্ধ্যার পর থেকেই মোটর সাইকেল নিয়ে উৎ পেতে বসে থাকতে দেখা গেছে। হামলার পর রুপম তার ব্যবহিত মোবাইল সেটের ০১৯১২২০৪৭৬৩ নম্বর দিয়ে জিন্নাত আলীর মেয়েকে ফোন করে বলে “তোর বাবা কি বেচে আছে নাকি মরে গেছে”। এতেই প্রমানিত হয় রুপম জিন্নাত আলীকে ছুরিকাঘাত করেছে।এ ঘটনায় রুপাতলী ও সাগরদী এলাকাবাসী ক্ষুব্ধ। তারা সন্ত্রাসীদের শাস্তির দাবী জানিয়েছে। পাশাপাশি এ ওয়াহেদ বালিকা বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি নেতৃবৃন্দ বিচারের দাবীতে আন্দোলনের ঘোসনা দিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here