ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
আবাসিক শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট। প্রশাসনের অনুমতি নিয়েই ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হলে উঠেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো বাঁধা দেওয়া হয়নি।
গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম (জরুরি) সিন্ডিকেট সভায় আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন দুপুর একটায় ছাত্রদের এবং পরদিন ১৮ জুলাই ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল বন্ধ ঘোষণার দিন থেকে শিক্ষার্থীরা হল খোলার দাবিতে কয়েক দফায় বিক্ষোভ করলেও প্রশাসন সেই দাবি মানেনি।
মুখলেসুর রহমান সুইট বলেন, হল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। আবাসিক শিক্ষার্থীরা অনেকেই ইতোমধ্যে হলে ফিরেছেন। গুজবে কান না দিয়ে সকল আবাসিক শিক্ষার্থীকে হলে আসার আহ্বান জানাচ্ছি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমি নিজে দায়িত্ব নিয়ে তাদের সিটে তুলে দিব। একইসঙ্গে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ফিরে আসুক। ক্লাস-পরীক্ষাগুলো দ্রুত শুরু হোক এটাই দাবি প্রশাসনের কাছে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, সমন্বয়ক ও ভিসি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। ভিসি স্যার তাদের থাকার অনুমতি দিয়েছেন। আন্দোলনকারীদের বলেছি যারা আবাসিক আছে তারা হলে উঠুক সমস্যা নেই। হলে যেন কারো জানমালেন ক্ষতি না হয় তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে। আবাসিক শিক্ষার্থীদেরও দ্রুত হলে ফেরার আহ্বান জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ছাত্রদের হল তারাই সেখানে অবস্থান করবে। আমার চাওয়া থাকবে তারা হলে সহ-অবস্থান করুক। প্রশসনিকভাবে আমাদের পক্ষ থেকে কোনা বাঁধা-বিঘ্ন করা হবে না। পরিস্থিতি বিবেচনায় তারা নিরাপদে থাকুক এটাই কামনা।