রানা আহম্মেদ অভি, ইবি প্রতিনিধি ::
সরকার পতনের নামে নৈরাজ্য সৃষ্টি করে পায়তারা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (১২জুলাই) বেলা ১২টায় মিছিলটি ছাত্রলীগের টেণ্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল-মামুন, আরিফুল ইসলাম খান, মামুন অর রশিদ ও রকিবুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও হোসাইন মজুমদারসহ বিভিন্ন নেতাকর্মী।
এসময় নাসিম আহমেদ জয় বলেন, দেশশরত্ন শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছাত্র সমাজ সবসময় তার পাশে ছিল ও থাকবে। কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে, ছাত্র সমাজকে নিয়েই ইবি শাখা ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।
ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হওয়ার সময় চক্রন্ত শুরু করে অনেকে। দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বিএনপি। ইবি ছাত্রলীগ প্রয়োজনে সবসময় রাজপথে থাকবে।