ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ কয়েকজন নেতাকর্মী কর্তৃক কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমকে লাঞ্ছিত করার অভিযোগকে মিথ্যাচার, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছে শাখা ছাত্রলীগ। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করে এ দাবি করেন সংগঠনটির নেতারা।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানান সংগঠনটির নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, মঙ্গলবার কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম তার বক্তব্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে যে মিথ্যাচার করেছে তা মানহানিকর। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ঘোলাটে করা ও বঙ্গবন্ধুর আদর্শের ভ্যানগার্ড ছাত্রলীগকে বিতর্কিত করার জন্যই তিনি এমন বক্তব্য প্রদান করেছে বলে আমরা মনে করি। তার এহেন বক্তব্যের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামাত এজেন্ডাকে বাস্তবায়ন করতে, আগামী জাতীয় নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার উদ্দেশ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এই উদ্দেশ্যকে কোনদিন বাস্তবে রূপ দিতে দিবে না ইবি ছাত্রলীগ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, তিনজন শিক্ষার্থী কাজের জন্য গেলে তাদের সঙ্গে কর্মকর্তাদের হট্টগোল হচ্ছিল। আমি হট্টগোল শুনে সেখানে যাই এবং ওই শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে আসি। আমি সেখানে ৩০ সেকেন্ডের বেশী অবস্থান করিনি। আমার নাম জড়িয়ে যে সব বক্তব্য দেওয়া হয়েছে তা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন। কারো দ্বারা প্রভাবিত হয়ে তিনি এসব বক্তব্য দিয়েছেন বলে আমার মনে হয়। আমি দাবি করবো তিনি তার বক্তব্য তুলে নিবেন এবং দুঃখ প্রকাশ করবেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে হট্টগোলের সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী উপস্থিত হয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করে কর্মকর্তা সমিতি। সমিতির সভাপতি নেতাকর্মীদের বিরুদ্ধে তুলে নিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ করেন। বিকেলে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন কর্মকর্তারা।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here