ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের  (ইবি) ২৬৬ তম সিন্ডিকেট  সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের বিরোধিতার মুখে নিয়োগ ভন্ডুল হয়েছে বলে জানা গেছে।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, মেগা প্রকল্পে অনিয়মের তদন্ত প্রতিবেদন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনের শিক্ষা ছুটির বিষয়টি পূর্ব নির্ধারিত আলোচ্যসূচিতে থাকলেও চূড়ান্ত নিয়োগ ও প্রমোশন বোর্ড টেবিল এজেন্ডা হিসেবে আলোচনা করার কথা ছিল। তবে পূর্বের আলোচ্যসূচিতে না থাকায় নিয়োগ, প্রমোশন বোর্ডসহ অন্যান্য আলোচনার বিরোধিতা করেন সিন্ডিকেট সদস্যরা। এতে আলোচ্যসূচির বাইরের কোনো আলোচনা করা হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, সভা সম্পন্ন হয়েছে। পরে রেজুলেশন হলে বিষয়গুলো জানা যাবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকার মেগাপ্রকল্পে সোয়া ৬ কোটি টাকা অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন খোলা হয়। এতে শাস্তির ধারা নির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় সিদ্ধান্ত নিতে পারেনি সিন্ডিকেট সদস্যরা। ফলে নির্ধারিত ধারা ও শাস্তির ধরণ উল্লেখ করতে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও দীর্ঘদিন ছুটিতে থাকা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনকে এক মাসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। নতুবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here