ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ মাহাদী সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল সাকিব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। 
মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, হল ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক সভাপতি আরমান রকি এবং আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আলী আরমান রকি ও ফুয়াদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর আল জুবায়ের তামিম, অর্থ সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক সায়েম আহমেদ, বিতর্ক ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহাম্মেদ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আহসান হাবিব রানা, সাহিত্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- অনিন্দ্য সাহা, মুশফিকুর রহমান, হাসিবুর রহমান হাসিব ও সোহরাব হোসেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here