ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। রোববার (২৪ নভেম্বর) দুপুরে এ পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন উপাচার্য।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে প্রায় ১০০ কেজি মাছের পোনা পুকুরে ছাড়া হয়। পানির স্তর বিবেচনা করে রুই, মৃগেল কার্প, কাতলা, তেলাপিয়া, গ্রাস কার্প, সিলভার কার্প, শিং ও কৈ সহ বিভিন্ন প্রজাতির পোনা পুকুরে ছাড়া হয়।
এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.টিএম. মিজানুর রহমান, আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সেলিম রেজা, এস্টেট প্রধান আলাউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, ছাত্র দলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন।