ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগগুলো হলো- ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ট্যুরিজ অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত পাঁচ বিভাগের সভাপতিকে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব প্রাপ্ত ল’ এন্ড ল্যান্ড বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। নতুন দায়িত্বে সেশনজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবো। সকলের সমন্বিত প্রচেষ্টায় ক্লাস-পরীক্ষা দ্রুত শুরু করে বিভাগের সার্বিক উন্নতিতে কাজ করে যাবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here