ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রেস প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম। আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশ এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে, প্রেস প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড.  এ কে এম মফিজুল ইসলামকে উক্ত পদের নিয়োগ দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রেস অচলাবস্থায় পড়ে আছে। যার ফলে প্রেসের সকল কাজ বাহিরে থেকে করিয়ে আনতে হয়, যেটা অত্যন্ত ব্যয়বহুল। এজন্য ভিসি স্যারের সাথে কথা বলে সকলের সহযোগিতায় কিভাবে প্রেসকে সচল করা যায় তার কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here