ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী এক বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন।
বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এর পদত্যাগ পত্র গ্রহণ করে তদস্থলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নিয়োগ দেওয়া হলো। আগামী এক তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, চিঠি হাতে পেয়েছি। আমাকে এ পদে দায়িত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিগত দিনে আমরা যে বৈষম্য দেখেছি সেটি আর হতে দেওয়া হবে না। সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। নতুন দক্ষ উপাচার্যের নেতৃত্বে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।