ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টাসহ ৮ প্রশাসনিক ও দাপ্তরিক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে এ পদে নিয়োগ দিয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক আটটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, ছাত্র উপদেষ্টা হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে একই বিভাগের উপ-পরিচালক আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে প্রভোস্ট হিসেবে সাদ্দাম হোসেন হলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বেগম খালেদা জিয়া হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান এবং শেখ হাসিনা হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।
পূর্বে উক্ত পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করায় নতুন করে নিয়োগ দিয়েছে প্রশাসন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন। আইআইইআরের পরিচালক তিন বছর, অর্থ ও হিসাব শাখা এবং পরিবহন প্রশাসক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। বাকী সবাইকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আনার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর মেলবন্ধনে কাজ করে যাব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে উক্ত পদে দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করেন। এর প্রেক্ষিতে পদগুলোতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।