ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা :: 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে, পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত চারুকলা বিভাগের সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হলো। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি। এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ।
এছাড়া চারুকলা বিভাগে যেসব শিক্ষকরা রয়েছেন তারা সবাই খুবই ট্যালেন্ডেট এবং সৃষ্টিশীল মানুষ। আমি তাদেরকে নিয়ে সকলের সহযোগিতায় এই বিভাগকে সামনে এগিয়ে নেওয়ায় কাজ করবো। বিভাগটির শ্রেণিকক্ষ সংকট সহ যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে তুলে শিক্ষার্থীদের উপযোগী করে বিভাগটি সাজাবো৷ সকলের সহযোগিতা পেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ হবে দেশের সেরা চারুকলা বিভাগ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here