ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের আয়োজনে ‘শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. সেলিম ত্বোহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।
অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান।
সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক বি. এম. আব্দুল রাফেল। ‘শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক গবেষণাপত্রের উপর আয়োজিত আজকের ২য় সেমিনারে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা অধিকার বিষয়ক চিন্তাধারা’ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
এর আগে গত ৬ আগস্ট অনুষ্ঠিত ১ম সেমিনারে ‘শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নের বঙ্গবন্ধু’ বিষয়ে ১ম পর্বের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, তানিয়া আফরোজ ও ইবি চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান প্রমুখ।