ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে ডিন’স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত চিঠির আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডীন’স কমিটির মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীকে এ দায়িত্ব প্রদান করা হয়।
সভায় আগামী মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) থেকে অনলাইনে ক্লাস শুরু এবং চতুর্থ বর্ষ চূড়ান্ত ও মাস্টার্স চূড়ান্ত প্রক্রিয়াধীন ফলাফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের জনবল ও নিরাপত্তার দায়িত্বে কর্মরত আনসারদের বেতন, ভাতাদী ও মাসিক পেনশন রাজস্ব খাত হতে প্রদানে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, মন্ত্রণালয়ের চিঠির আলোকে সিনিয়র ডিন হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য না আসা পর্যন্ত চলতি জরুরি দায়িত্বগুলো আমি পালন করবো। আর্থিক ও প্রশাসনিক কাজের বাইরে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে বিভাগীয় সভাপতিদের চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের রেজাল্টসহ যেসব পেন্ডিং কাজ রয়েছে সেগুলা সমাধান করা হবে। আর মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করবো জারি করা চিঠিতিতে যেন একাডেমিক শব্দটি জুড়ে দেওয়া হয়। যদি না দেয় তবে আগামী সপ্তাহ থেকে সশরীরে ক্লাস চালুর করার চেষ্টা করবো৷ এই সময়ে আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here