কুষ্টিয়ায় ইসালামী ছাত্র শিবিরের দুই নেতাকে র্যাব-৪ ও গোয়েন্দা পুলিশের পরিচয়ে অপহরণের প্রতিবাদে বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ও দাওয়া অ্যান্ড ইসলামিক ইন্ডাস্ট্রিজ বিভাগের মাস্টার্সের ছাত্র ওয়ালিউল্লাহ এবং সাংস্কৃতিক সম্পাদক আলফিকহ বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র আল মোকাদ্দেস ৪ জানুয়ারি রাত সাড়ে ১১টায় হানিফ পরিবহণের একটি গাড়িতে ঢাকা থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রওয়ানা দেন।
পথে রাত সাড়ে ১২টার দিকে গাড়ি থামিয়ে র্যাব-৪ ও ডিবি পুলিশের পরিচয়ে নবীনগর নামক স্থানে তাদের গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এখন পর্যন্ত ওই দুই ছাত্র শিবির নেতার কোনো সন্ধান না পাওয়ায় এসব কর্মসূচি পালন করা হচ্ছে বলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া