ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা :: 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। 
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের (৩৬টি) অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট প্রতিযোগিতা। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সমাজকল্যাণ বিভাগের মধ্যে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড.  মাহবুবুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, আরিফুল ইসলাম ও শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলমসহ উদ্বোধনী ম্যাচের খেলোয়াড়বৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এই প্রতিযোগিতায় সকল বিভাগ অংশগ্রহণ করছে দেখে ভালো লাগছে। শতভাগ শিক্ষার্থীরা খেলবে, গাইবে, নাচবে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবে এটাইতো বিশ্ববিদ্যালয়। স্পোর্টস বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়কে সুখ্যাতি এনে দিয়েছে। এই সুখ্যাতি কিন্তু একদিনে অর্জিত হয়নি। সূচনালগ্ন থেকে যারা এর পিছনে শ্রম দিয়ে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই প্রতিযোগিতাগুলো ধারাবাহিকভাবে চলতে থাকুক, কখনও শেষ না হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here