ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা :: 
নবাগত শিক্ষার্থীদের উপর র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষ। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এন্টি-র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ চিঠির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেছেন। 
চিঠিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যায়ে র‌্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক র‌্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। কারও বিরুদ্ধে র‌্যাগিং এর অভিযোগ প্রমানিত হলে তার ছাত্রত্বও বাতিল হতে পারে।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে। র‌্যাগিংয়ের সাথে কারও সম্পৃক্ততা থাকলে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো।
উল্লেখ্য, আগামীকাল শনিবার (০২ সেপ্টেম্বর) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এছাড়া প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বিভাগ নিজ আয়োজনে শিক্ষার্থীদের বরণ করবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here