রানা আহম্মেদ অভি, ইবি প্রতিনিধি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘চারা বিতরণ ও বৃক্ষরোপন’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় বনায়নের পক্ষে বিভিন্ন ফলজ বনজ ৮০০ গাছের চারা রোপন করার এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জদ্দার, সহকারী প্রক্টর ড. সাজ্জাদুর রহমান টিটু।
এছাড়া বনায়নের পক্ষে উপস্থিত ছিলেন এরিয়া লীফ ম্যানেজার মো. শামীম আল মামুন ভূইয়া, লীফ অফিসার মো. নাহিদ হাসান, অ্যাসিস্ট্যান্ট লীফ অফিসার আফসানা মুমু ও মো. আবু তালহা।