ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে সোয়া ১২ টা পর্যন্ত এ আন্দোলন করেন শিক্ষার্থীরা।
এর আগে বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে উপাচার্য নিয়োগের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে ও অনতিবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এসময় শিক্ষার্থীরা পৌনে এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়’, ‘সবাই যখন সর্গে, ইবি কেনো মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’ ও ‘ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’ সহ নানা শ্লোগান দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পেয়ে গেছে। অথচ স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইবিতে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। যদি অনতিবিলম্বে উপাচার্য নিয়োগ দেওয়া হয় না হয় তাহলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো। আমরা একজন সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত ও সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবি জানাই। আমরা একজন শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই, যিনি শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কাজ করে যাবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা দূর করতে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কেন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি তা আমাদের বুঝে আসে না। আমরা এর আগে উপাচার্য নিয়োগের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। আজকে এর মেয়াদ শেষ হবে। যদি আজকের মধ্যে ইবিতে উপাচার্য নিয়োগ দেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে আমরা কঠোর আন্দোলনে গড়ে তুলবো।
এর আগে, গত ২০ ও ২১ সেপ্টেম্বর একই দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।