ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা :: 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষে মুবারাক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও প্রশাসন ভবন  প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে একত্রিত হয়।
পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবী (স:) এর সিরাত ও বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কাউছার বাকী বিল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ নিয়াজ মাখদুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুসা হাসেমী। এছাড়া শিক্ষার্থীরা নাতে রাসূল, তিলাওয়াত, বক্তব্য ও আবেগেঘন দুরুদ পাঠের মধ্য দিয়ে নবী (স:) এর প্রতি অনুভূতি ও ভালবাসা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, রাসূল (স:) শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি হলেন বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় উপহার। তিনি এমন একটি সমাজে জন্মেছিলেন যেখানে ন্যায় ও আতিথেয়তা ছিল না। কিন্তু তিনি আমাদেরকে ত্যাগ, পরমসহিষ্ণুতা ও যোগ্য মর্যাদা দেওয়া শিখিয়েছেন। তিনি মানুষের জন্য আদর্শ। আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনে তার জীবনী অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল স্তর থেকে একত্রিত হয়ে সকলের সমন্বিত অংশগ্রহণে এ ধরনের আয়োজন করতে হবে। শিক্ষার্থীদেরকে সিরাত পড়তে হবে এবং সেমিনার, বক্তৃতা প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজন করতে হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here