ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (০৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় তার সাথে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক যথাক্রমে অলিম্পিক পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান সহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, উদ্বোধনী ম্যাচের খেলোয়াড়বৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্রীড়াক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। এখানকার খোলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর যেমন রেখে চলেছে, তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। তিনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রকে আরো সম্প্রসারণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের (৩৬টি) অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ২-১ গোল ব্যবধানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ জয় লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here