হাইকনয়াদিল্লি: চ্যাট করতে করতে ইন্টারনেট হাওয়া। তাতে কি? কথা কি মাঝপথেই থেমে যাবে? না, এখন আর সেই ভয় নেই। মোবাইল ডেটা কিংবা ওয়াই-ফাই সব বন্ধ থাকলেও থেমে যাবে না প্রিয়জনের সঙ্গে চ্যাট।

নয়া ফিচার নিয়ে এল ‘হাইক’। এই উদ্যোগকে নজিরবিহীন বলে দাবি করছে ওই সংস্থা। ইন্টারনেট ছাড়াই অনায়াসে পাঠাতে পারবেন ছবি, স্টিকার, ফাইল। এমনটাই জানিয়েছেন, হাইকের ফাউন্ডার কাভিন ভারতী মিত্তল।

মিত্তল আরও জানিয়েছেন, ৭০ এমবি-র ফাইল পাঠানো যাবে ১০ সেকেন্ডে। তবে ওয়াই-ফাই থেকে ১০০ মিটার দূরে গেলে আর কাজ করবে না। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, প্রত্যেক দিন গ্রাহকরা ১৪০ মিনিট কাটান এই অ্যাপে।

প্রতি মাসে ২০০০ কোটি মেসেজ আদান-প্রদান হয়। সম্প্রতি বিনামূল্যে গ্রুপ কলিং-এর সুবিধাও চালু করা হচ্ছে এই অ্যাপে। একসঙ্গে ১০০ জনের সঙ্গে কথা বলা যাবে।

এছাড়া জাপানের সংস্থা সফট ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে আরও নানা সুবিধা আনছে ভারতী গ্রুপ। হাইকে আনা হবে ফ্রি স্টিকার, স্থানীয় ভাষা সহ একাধিক নয়া ও আকর্ষণীয় ফিচার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here